ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৬৭

টাকার ওপর লেখা যাবে না 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ১০ সেপ্টেম্বর ২০১৯  

টাকার ওপর কোনো সিল মারা, সই করা কিংবা লেখালেখি করা যাবে না। একইসঙ্গে নোট ব্যান্ডিং করতে স্ট্যাপলিং করা যাবে না। পলিমারযুক্ত পুরু কাগজ দিয়ে নোট ব্যান্ডিং করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোট ব্যান্ডিং করার সময় ব্যাংকগুলো থেকে সিল দেয়া হয়। পাশাপাশি নানা ধরনের সাইন পেন দিয়ে বিভিন্ন তথ্য লেখা হয়। এসব রীতিমতো প্রচলিত নীতিমালার লংঘন। 

ফলে নোটের স্থায়ীত্ব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নোটগুলো ময়লাযুক্ত হয়ে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার জন্য আগে নির্দেশনা দেয়া হয়। তবে ব্যাংকগুলো তা মানছে না। এখন থেকে বাধ্যতামূলকভাবে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে সার্কুলারে।